Wellcome to National Portal
  • 2025-01-13-06-50-6038a4828a73596ff816436f540bad50
  • 2021-12-06-07-55-484b3dc4150612c2511fc0a00fabc4ba
  • 2021-12-06-08-07-f7a0accc4ebe09bfc4781e13eefb2ed5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০২৫

আমাদের পরিচিতি

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতকে উৎসাহ ও সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) স্থাপনকল্পে ১৯৯০ সনে জাতীয় সংসদে ৯নং আইন পাশ করা হয়। উক্ত আইনের বলে বিসিসি ২০০২ সালের জুলাই মাস থেকে বিভাগীয় পর্যায়ে বিসিসি'র আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম শুরু করে। জুলাই ২০০৩ সাল হতে সিলেট শহরের আম্বরখানাস্থ পয়েন্ট ভিউ শপিং সেন্টারের ৩য় তলায় বিসিসি, সিলেট আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে জুলাই ২০১০ হতে সিলেট শহরের নতুন মনোরম এলাকা শাহজালাল উপশহরের ই-ব্লকের একটি অস্থায়ী স্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে এ কার্যালয় হতে সিলেট বিভাগের সরকারী নেটওয়ার্কের মনিটরিং ও রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এ কার্যালয়ে ৩ টি অত্যাধুনিক কম্পিউটরা ল্যাবে সকল শ্রেণী পেশার লোকদের উপযোগী তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে।

2023-11-14-09-03-c43d8a9df67131234dfb331661e09165