Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ নভেম্বর ২০২৩

তথ্যপ্রযুক্তি বিষয়ক পরামর্শ সেবা

বিসিসি সকল সরকারী, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরামর্শ সেবা প্রদান করে থাকে।

পরামর্শ সেবার তালিকা:

  1. সার্ভার, রাউটার, সুইচ, ফায়ারওয়াল, ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার, প্রিণ্টার সহ কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির স্পেসিফিকেশন প্রস্তত করা;
  2. কম্পিউটার হার্ডওয়ার ও সফ্টওয়ার ক্রয়ের নিমিত্ত দরপত্রের ডকুমেন্ট প্রস্তত করা;
  3. কম্পিউটার হার্ডওয়ার ও সফ্টওয়ার ক্রয়ের নিমিত্ত দরপত্র মূল্যায়ন করা;
  4. আইসিটি অবকাঠামো উন্নয়নে (Network infrastructure) পরামর্শ প্রদান।
  5. তথ্যপ্রযুক্তি বিষয়ক জনবল নিয়োগ কার্যক্রম পরিচালনা করা;
  6. কম্পিউটার ও অনুসঙ্গিক যন্ত্রপাতি অকেজো ঘোষণাকরণ নীতিমালা অনুসরণে পুরাতন যন্ত্রপাতি অকেজো ঘোষণাকরণের নিমিত্ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান;
  7. অটোমেশনের জন্য হার্ডওয়ার ও সফ্টওয়ার প্রয়োজনীয়তা যাচাই করা;
  8. আইসিটি সংশ্লিষ্ট জনবলের অর্গানোগ্রাম প্রস্তোত করা;
  9. কৌশলগত ক্ষমতায়নে প্রতিষ্ঠানের ই-গভর্নমেন্ট উন্নয়নে সহায়তা প্রদান করা;
  10. প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও কাস্টমাইজ্ড সফ্টওযার তৈরীতে সহায়তা প্রদান;
  11. আইসিটি যন্ত্রপাতি ও দ্রব্যাদির গুণাগুণ যাচাইকরণে প্রয়োজনীয় পরীক্ষা-নীরিক্ষা পরিচালন;
  12. আইসটিটি খাতের অন্য যেকোন বিষয়ে সহায়তা প্রদান।