Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুন ২০২৪

আইসিটির মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)-এর মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে কাজ করে থাকে। বিগত ২০০৯ সনে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালায় প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ বিষয়ক নীতিসমূহ অন্তর্ভূক্ত করা থেকে এ কার্যক্রম শুরু হয়। এরপর ২০১১ সন থেকে বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ দেয়া শুরু করে। আবার ২০১৫ সন থেকে প্রশিক্ষিত প্রতিবন্ধী ভাই-বোনদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করতে ‘চাকুরী মেলা’র প্রচলন করে আসছে। পরবর্তীকালে প্রতিবন্ধী ব্যক্তিদের আইসিটি ব্যবহার ও চর্চায় উৎসাহিত করতে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রতিযোগিতার প্রচলন করে। এছাড়াও বাংলাদেশে চলমান ডিজিটাল বিপ্লবে প্রতিবন্ধী ব্যক্তিদের সম-অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিসি “তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলাপমেন্ট ডিজঅর্ডার (NDD)সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন” প্রকল্প গ্রহণ করে। এ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রশিক্ষণ, চাকুরী মেলা, সব ধরণের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী বিশেষায়িত জব পোর্টাল, সেমিনার, অবহিতকরণ ক্যাম্পেইন করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিগণের অধিকাংশই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজেদের স্বাবলম্বী করে তুলছে। বিসিসি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করেছে বা পরিচালনা করে আসছে-

  • প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে আইসিটি প্রশিক্ষণ প্রদান (এ পর্যন্ত সিলেটে ৪১৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে);
  • প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিসিসি'র প্রধান কার্যালয়সহ ৭টি আঞ্চলিক কার্যালয়ে বিশেষায়িত ICT resource center প্রতিষ্ঠা করেছে;
  • প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী বিশেষায়িত জব পোর্টাল;
  • প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান ও চাকুরী মেলা আয়োজন;
  • প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তথ্য প্রযুক্তি বিষয়ক আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন;
  • সেমিনার, ক্যাম্পেইন, ওয়ার্কশপ আয়োজন;
  • নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ল্যাপটপ প্রদান।

প্রশিক্ষণের বিষয়সমূহ:

  • অফিস এপ্লিকেশনস (মাইক্রোসফ্‌ট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ও ইমেইল, ইত্যাদি);
  • গ্রাফিক ডিজাইন
  • ওয়েব ডিজাইন

প্রশিক্ষণ কেন্দ্রের তালিকা:
১.  ঢাকা: বিসিসি প্রধান কার্যালয়,  আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭
     ফোনঃ ৫৫০০৬৮২২

২.  রাজশাহী: বিসিসি আঞ্চলিক কার্যালয়, “দৈনিক বার্তা কমপ্লেক্স” (৬ষ্ঠ তলা) আলুপট্টি, ঘোড়ামাড়া, রাজশাহী
     ফোনঃ ০৭২১-৭৭১৫০২
     মোবাইলঃ ০১৭১৬৫০২৬৬৫

৩.  সিলেট: বিসিসি আঞ্চলিক কার্যালয়, বাড়ী-১৪০, রোড নং- ০৪, ব্লক-ই, শাহজালাল উপ-শহর, সিলেট
     ফোনঃ ০২-৯৯৭৭০০৪৪৪
     মোবাইলঃ ০১৭১৫০২১৯২৬

৪.  চট্টগ্রাম: বিসিসি আঞ্চলিক কার্যালয়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবন, লালখান বাজার, চট্টগ্রাম
     ফোনঃ ০৩১-২৫৮৪৭৪৪
     মোবাইলঃ ০১৫৫২৪২৭৫৮৪

৫.  ফরিদপুর: বিসিসি আঞ্চলিক কার্যালয়, ৪৫/এ, খান বাহাদুর ইসমাইল সড়ক, চর কমলাপুর, ফরিদপুর
     ফোনঃ ০৬৩১-৬৬৮৭
     মোবাইলঃ ০১৭১৫৭১১৬৮৬

৬.  বরিশাল: বিসিসি আঞ্চলিক কার্যালয়, আলহাজ্ব খাদেম কমপ্লেক্স, বৈদ্যপাড়া, বিএম কলেজ রোড, বরিশাল
     ফোনঃ ০৪৩১-২১৭৩৭৬৪
     মোবাইলঃ ০১৭১৫১৪৪৫৮৬

৭.  খুলনা: বিসিসি আঞ্চলিক কার্যালয়, ৪২ শের-ই-বাংলা রোড, আমতলা, ময়লাপোতা মোড়, খুলনা
     ফোনঃ ০৪১-৭৩৩৪০১
     মোবাইলঃ ০১৭১১৯০৪৫৩৩

৮. রংপুর: বিসিসি আঞ্চলিক কার্যালয়, বাড়ী# ২৮ (৩য় তলা), বিকন মোড়, কলেজ রোড, রংপুর-৫৪০০
     মোবাইলঃ ০১৭১৯৩৪৬৫৬৫